Sunday, September 15, 2024
দেশ

‘ব্যবসায় উপযোগী পরিবেশ’ এর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগোল মোদীর ভারত

নয়াদিল্লি: মোদী সরকারের সাফল্যের তালিকায় যোগ হল আরও একটি কৃতিত্ব। বিশ্বব্যাঙ্ক প্রকাশিত ‘ব্যবসায় উপযোগী পরিবেশ’ সংক্রান্ত র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ উন্নতি হল ভারতের। ব্যবসাবান্ধব ১৯০টি দেশের মধ্যে একলাফে ১০০ থেকে ৭৭ নম্বরে উঠে এল ভারত। সাম্প্রতিক একাধিক ইস্যুতে অস্বস্তিতে চলা মোদী সরকারের কাছে বিশ্ব ব্যাংকের এই রিপোর্টে স্বাভাবিক স্বস্তির কারণ।

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত চার বছরে ‘ব্যবসায় উপযোগী পরিবেশ’ এর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারত ৬৫ ধাপ উন্নতি করেছে। এর মধ্যে গত দু’বছরে ৫৩ ধাপ উন্নতি হয়েছে। গত বছর ভারতের ৩০ ধাপ উন্নতি হয়। বিশ্বের ১৯০টি দেশের মধ্যে তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। এরপর আছে যথাক্রমে সিঙ্গাপুর, ডেনমার্ক ও হংকং। মার্কিন যুক্তরাষ্ট্র ৮, চিন ৪৬, পাকিস্তান ১৩৬ নম্বরে রয়েছে।

রিপোর্টে প্রথম দশটি দেশের মধ্যেও ভারত সর্বাধিক উন্নতি করেছে। ভারত হল একমাত্র বৃহত্তম দেশ যা এই সাফল্য লাভ করেছে। ২০১৭ সালে প্রথম ১০০ তম স্থানে ছিল ভারত। এবং গত ৪ বছরে ৬৫ ধাপ এগিয়েছে ভারত। এশিয়ার অন্য কোনও দেশে এই নজির নেই।

এছাড়া ব্যবসায়িক পরিবেশের সংষ্কারের ক্ষেত্রে সেরা পাঁচটি দেশের মধ্যে স্থান পেয়েছে ভারত। কোনও দেশে ব্যবসায়িক পরিবেশ কেমন রয়েছে তার জন্য বিচার্য ১০টি মানদণ্ডের মধ্যে ৬টিতেই ভারতের র‌্যাঙ্কিং আগের চেয়ে অনেক ভালো হয়েছে। ব্যবসা ও স্বনির্ভর প্রকল্প গড়ে তোলার জন্য ১০টি আবশ্যিক শর্তের ৬টিই রয়েছে ভারতে যার মধ্যে রয়েছে নির্মাণ পারমিট, বিদ্যুত সরবরাহ, করব্যবস্থা, বৈদেশিক লেনদেন, কন্ট্রাক্ট প্রয়োগ ও অর্থনৈতিক পরিকাঠামো। যার ফলে একলাফে এতটা  এগিয়েছে ভারত।