Tuesday, November 18, 2025
দেশ

চিনকে সবক শেখাতে ব্রহ্মপুত্র নদের উপর জলাধার বানাবে ভারতও

নয়াদিল্লি: সোমবারই চিনের তরফে ঘোষণা করা হয়, ব্রহ্মপুত্র নদের উপর ৬০ মেগাওয়াট ক্ষমতার একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। ব্রহ্মপুত্র নদের উজানে বাঁধ নির্মাণ করবে তারা, এর পরেই ভারতের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়। চিনকে পাল্টা দিতে উজানে ভারতও বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে।

ভারতের তরফে বলা হয়েছে, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের উপর ১০ গিগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প তৈরির কথা ভাবছে ভারত। চিনকে চাপে রাখতে ভারতের এই ঘোষণা বলা মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের তরফে টিএস মেহরা জানান, চিনের জলাধার নির্মাণের ফলে বিরুপ প্রভাব পড়বে। তাই তার সঙ্গে লড়াই করার জন্যে অরুণাচলে ব্রহ্মপুত্র নদের উপর জলাধার বানানো প্রয়োজন। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে আলোচনা করছে।

চিনে ইরারলুং সাংবো নামে পরিচিত ব্রহ্মপুত্র তিব্বত থেকে ভারতের অরুণাচলে প্রবেশ করে অসম হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়। চিন উজানে বাঁধ দিলে ভারতে আকস্মিক বন্যা এবং জল সঙ্কট দেখা দেবে।

টি এস মেহরা বলেন, চিনা প্রকল্পের ক্ষতিকর প্রভাব এড়াতেই অরুণাচলে একটি বড় বাঁধ নির্মাণ করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় সরকার এখন আলোচনা করছে।