Sunday, September 15, 2024
দেশ

বিশ্বের তৃতীয় ধনী দেশ হওয়ার পথে ভারত: মুকেশ অাম্বানি

নয়াদিল্লি: অদূর ভবিষ্যতেই আরও একটি শিল্প বিপ্লব বিশ্বকে দেখাতে চলেছে ভারত। চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে থেকে নেতৃত্বদানের অবস্থায় পৌঁছে গিয়েছে ভারত। শুধু তাই নয়, বিশ্বের তৃতীয় ধনী দেশের মধ্যে একটি হতে চলেছে ভারত। মঙ্গলবার ২৪তম আন্তর্জাতিক মোবাইল কম্পিউটিং এবং নেটওয়ার্ক সম্মেলনের মঞ্চে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির দৃঢ় ঘোষণায় আবার প্রমাণিত হল, জগত্‍‌ সভায় শ্রেষ্ঠ আসনেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।

মুকেশ আম্বানি বলেন, ডিজিটাল ভারত গড়ার পথে মাত্র ২৪ মাসেই বিশ্বে ওয়্যারলেস ব্রডব্যান্ড টেকনোলজি অ্যাডপশনে ১৫৫ তম স্থানে চলে এসেছে ভারত। যা এক কথায় অসাধারণ অগ্রগতি। ১৯৯০-এর দশকে যখন রিলায়েন্স তেল পরিশোধনাগার ও পেট্রোকেমিক্যাল প্রকল্প গড়ছে, তখন ভারতের জিডিপি ছিল প্রায় ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার। সবে আর্থিক সংকট থেকে বেরিয়েছে। সেই দিনগুলির কথা স্মরণ করে মুকেশ আম্বানি বলেন, বিশ্বের খুব কম দেশই ভেবেছিল, আমাদের দেশের ভবিষ্যত্‍‌ উজ্জ্বল। বর্তমানে আমাদের জিডিপি ৩ ট্রিলিয়ান মার্কিন ডলার। বিশ্বের তৃতীয় ধনী দেশ হওয়ার পথে ভারত।

মুকেশ আম্বানি বলেন, আমি নিশ্চিত ভাবে বলছি, আগামী দু’দশকের মধ্যে বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত এবং বিশ্ব অর্থনীতিতে পরবর্তী ঢেউ আনতে চলেছে ভারতই। এখন চতুর্থ শিল্প বিপ্লব দায়িত্ব আমাদের উপর। আমি বলছি, চতুর্থ শিল্প বিপ্লবে শুধু অংশই নেবে না ভারত, বিপ্লবের নেতৃত্ব দেবে।

আম্বানি বলেন, ভারতের লাখ লাখ টেক-স্যাভি যুবসম্প্রদায়ই দেশের মূল চালিকা শক্তি। তাঁর কথায়, ভেবে দেখুন তো, কয়েকশো কোটি উর্বর মস্তিষ্ক এক হলে, কী ঘটতে পারে! স্টার্ট-আপের জন্য বিশাল ও উর্বর জমি ভারত। ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে স্কুলস্তর থেকে ছেলেমেয়েদের ডিজিটালি স্যাভি করে তুলতে হবে বলেও মনে করছেন মুকেশ আম্বানি।