দক্ষিণ এশিয়ার প্রথম সীমান্তপার পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন করলেন মোদী-ওলি
নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি মঙ্গলবার যৌথভাবে দু’দেশের মধ্যে তেল সরবরাহের পাইপলাইন উদ্বোধন করলেন। নয়াদিল্লি ও কাঠমান্ডু থেকে দু’দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুইচ টিপে দক্ষিণ এশিয়ার প্রথম আন্ত:দেশীয় এই পাইপলাইন উদ্বোধন করেন।
এই পাইপলাইনের ৬০ কিলোমিটার লম্বা, যা দক্ষিণ এশিয়ার প্রথম। প্রথমবার দু’দেশের সীমানা পার করে এগিয়ে গিয়েছে। বর্তমানে ভারত থেকে নেপালে পেট্রোলিয়ামজাত পদার্থ আমদানি-রপ্তানির জন্য ট্যাঙ্কার ব্যবহার করা হয়। ১৯৭৩ সাল থেকেই ট্যাঙ্কারের মাধ্যমে পেট্রোলিয়ামজাত পদার্থ সরবরাহ করা হয়।
এদিন নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, খুবই আনন্দের বিষয় যে, আন্ত:সীমান্তে প্রথম তেলের পাইপলাইন নির্মাণ খুবই কম সময়ে শেষ হয়েছে। এই প্রকল্পটি নির্ধারিত সময়ের অর্ধেক সময় লেগেছে। সব কৃতিত্ব নেপাল সরকার এবং আমাদের যৌথ প্রয়াসে। এদিকে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি লেখেন, মোদীজি এবং তাঁর সরকারকে ধন্যবাদ যে, তাঁরা সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ করেছে।
নেপাল অয়েল কর্পোরেশন আশা করছে, এ পাইপলাইনের ফলে জ্বালানি সরবরাহ খরচ অনেকটাই কমবে। ১৯৯৬ সালে এই প্রকল্পের প্রস্তাব করা হয়েছিল। তবে ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাঠমান্ডু সফরে এটি বাস্তবায়িত হয়।