Thursday, September 19, 2024
দেশ

দুর্বল জোট নয়, আগামী ১০ বছর ভারতে স্থিতিশীল সরকার প্রয়োজন: অজিত দোভাল

নয়াদিল্লি: দুর্বল জোট সরকার নয়, আগামী ১০ বছরের জন্য দেশে স্থিতিশীল সরকারের প্রয়োজন। কারণ দুর্বল জোট সরকার দেশের জন্য ভালো নয়। এদিন রাজধানী দিল্লিতে একথা বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে এক হয়েছে দেশের বিরোধী দলগুলি। সেই সময় অজিত দোভালের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ।

সর্দার বল্লভভাই প্যাটেল মেমোরিয়ালে ভাষণ দেওয়ার সময় দোভাল বলেন, বিশ্বে বৃহত্তম অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ভারতের অর্থনীতি অন্যতম। আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারত ক্রমশ উন্নতি করছে। তাই ভারতের প্রয়োজন এমন এক সরকার যা খুবই দৃঢ় এবং শক্তিশালী হবে।

দোভালের কথায়, দুর্বল জোট সরকার কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে অক্ষম। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। এটা দেশের জনগণের জন্য ভালো, তবে এটা জনপ্রিয় নয়। আগামী ১০ বছরে দেশে একটি শক্তিশালী, স্থিতিশীল সরকারের প্রয়োজন হবে। দুর্বল জোট দেশের জন্য খারাপ। তিনি বলেন, গত চারবছরে মোদী সরকারের আমলে দেশের জাতীয় আগ্রহ বেড়েছে। একইসঙ্গে মোদী সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অজিত দোভাল বলেন, অস্থিতিশীল শাসকের দুর্বলতা, দুর্নীতি এবং জাতীয় স্থার্থের থেকে স্থানীয় স্বার্থের অগ্রাধিকার দেশের জন্য ঝুঁকিপূর্ণ। ব্রাজিলের উদাহরণ টেনে তিনি বলেন, ব্রাজিল বিশ্বব্যাপী কাজ করছে, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা দেশটির বৃদ্ধিতে বাধা দিচ্ছে। তাই ভারত অস্থিতিশীল জোটের দিকে যেতে পারে না। ২০৩০ সাল পর্যন্ত দেশে সিদ্ধান্ত নিয়ে পারার ক্ষমতা সম্পন্ন সরকার ও নেতৃত্বের প্রয়োজন বলে তিনি জানান।