পাকিস্তানকে ৭ দিনেই ধুলোয় মিশিয়ে দিতে পারে ভারত, হুঙ্কার নরেন্দ্র মোদীর
নয়াদিল্লি: এর আগে পাকিস্তানকে তিনটি যুদ্ধে হারিয়েছে ভারত। ভারতের সেনাবাহিনীর সেই কথা স্মরণ করিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর (এনসিসি) এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের সেনাবাহিনী পাকিস্তানকে ৭ থেকে ১০ দিনের মধ্যে ধুলোয় মিশিয়ে দিতে পারে।
পূর্ববর্তী কংগ্রেস সরকারকে বিঁধে মোদী বলেন, পাকিস্তানের সমস্যাকে আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে বিবেচনা করে এসেছে কংগ্রেসের ‘নিষ্ক্রিয়’ সরকার। আমাদের সেনাবাহিনী যখন পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিল, তখন তাঁদের তা করতে দেওয়া হয়নি।
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান তিনটি যুদ্ধ হেরেছে। পাকিস্তানকে কুপোকাত করতে ৭ থেকে ১০ দিনের বেশি সময় নেবে না ভারতের সেনাবাহিনী। কিন্তু তার পরেও দশকের পর দশক ধরে ‘ছায়াযুদ্ধ’ চালিয়ে এসেছে পাকিস্তান। আগে সেনাবাহিনীকে অভিযানের অনুমতি দিতো না কংগ্রেসের ‘নিষ্ক্রিয়’ সরকার। আমাদের সময় সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হানা হয়েছে।
পাশাপাশি, সিএএ-এর সমর্থনে মোদী বলেন, কিছু রাজনৈতিক দল এটিকে নিয়ে ভোট-ব্যাঙ্কের রাজনীতি শুরু করেছেন। বিরোধীরা সিএএ নিয়ে প্রচুর ভুল তথ্য ছড়াচ্ছে। মহাত্মা গান্ধী নিজেও হিন্দু, শিখ এবং অন্যান্য সংখ্যালঘুদের ভারতে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমান সরকার কয়েক দশক সেই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করছে।