Thursday, December 12, 2024
রাজ্য​

‘বাংলাদেশের সঙ্গে ভিসা, আমদানি-রফতানি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, চিকিৎসার জন্য করাচি-লাহোরে যান, ভারতে আসবেন না’, মন্তব্য শুভেন্দুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ধারাবাহিকভাবে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা এবং সর্বশেষ চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির ঘটনায় বাংলাদেশের সঙ্গে ক্রমশ সম্পর্কের অবনতি ঘটছে ভারতের। এবার বাংলাদেশের সঙ্গে ভিসা এবং আমদানি-রফতানি পুরোপুরি বন্ধের দাবি জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন, ‘আমি ভিসা ১০০ শতাংশ বন্ধের দাবি করছি। আমরা প্রয়োজনে ভিসা দফতরে যাব। সম্পূর্ণভাবে ভিসা দেওয়া বন্ধ করুন। আমদানি-রফতানি পুরোপুরি বন্ধ করুন। আমরা সোমবার থেকে বর্ডারে আন্দোলন করবো।’

শুভেন্দু আরও বলেন, ‘চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের নাবালক মন্ত্রীরদের ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন। এই নাবালক যাঁরা মন্ত্রীর পদমর্যাদার তাঁদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসার জন্য করাচি, লাহোরে যান। ভারতে আসবেন না।’