Monday, November 17, 2025
দেশ

চিনের বিরুদ্ধে আরও কড়া অর্থনৈতিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি: লাদাখের গালওয়ানে উপত্যকায় সংঘর্ষের পর ভারত-চিনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এরপর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা বলে চিন। তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি চিন। লাদাখের প্যাংগং সো এবং গোগরা হট স্প্রিং অঞ্চলে এখনও রয়েছে পিপলস লিবারেশন আর্মি। এই পরিস্থিতিতে চিনের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

চিনকে সবক শেখাতে ইতিমধ্যেই অনেকগুলি চিনা অ্যাপ নিষিদ্ধ, চিনা পণ্য বর্জন-সহ একাধিক ব্যবস্থা নিয়েছে মোদী সরকার৷ সূত্রের খবর, এবার চিনের বিরুদ্ধে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে কেন্দ্র৷ চিনকে বাণিজ্য ক্ষেত্রে জোর ধাক্কা দিতে চাইছে কেন্দ্রীয় সরকার৷

সোমবারই বৈঠকে বসে চায়না স্টাডি গ্রুপ (CSG)। সীমান্তে চিনা সেনার গতিবিধি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কয়েকজন মন্ত্রী, সেনাকর্তা এবং আমলা। চিনের বিরুদ্ধে পদক্ষেপের রূপরেখা তৈরির বিষয়ে সরকারকে পরামর্শ দেবে চায়না স্টাডি গ্রুপ।

সীমান্তে চিনা আগ্রাসন রুখতে প্রথম থেকেই কড়া অবস্থান নিয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। কোনওভাবেই চিনের চোখ রাঙানি মুখ বন্ধ করে সহ্য করা হবে না। চিন অশান্তি পাকানোর চেষ্টা করলে উপযুক্ত জবাব দেওয়া হবে। ভারতীয় সেনাবাহিনীকে ইতিমধ্যেই পূর্ণ স্বাধীনতা দিয়েছে কেন্দ্রের মোদী সরকার।

মোদী সরকার সাফ জানিয়েছে, সীমান্তে শান্তি বজায় রাখছে উভয় দেশকে দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলতে হবে৷ একদিকে সীমান্তে অশান্তি, আবার সমান্তরাল ভাবে কূটনৈতিক সম্পর্ক ও বাণিজ্য, দুটি একসঙ্গে কখনই চলতে পারে না৷