Monday, June 16, 2025
Latestদেশ

জাপানকে ছাপিয়ে ২০৩৪ সালে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হবে ভারত, বলছে সমীক্ষা

লন্ডন: ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার (জিডিপি) এখন তলানিতে। ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপির কমিয়ে ৫.৬ শতাংশ ধার্য করেছে আমেরিকার ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ। তবে সংস্থাটি জানিয়েছে, ২০২০ ও ২০২১ সালে প্রবৃদ্ধির হার বাড়বে। ২০২০ সালে প্রবৃদ্ধির হার ৬.৬ ও ২০২১ সেটি ৬.৭ শতাংশ হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিকে, আশার কথা শোনাল যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (CEBR)।

সিইবিআর-এর সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সাল নাগাদ আর্থিক বৃদ্ধির নীরিখে ভারত জার্মানিকে ছাপিয়ে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ হবে। শুধু তাই নয়, ২০৩৪ সালে জাপানকেও ছাপিয়ে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হবে ভারত।

কেন্দ্রীয় সরকারের হিসেব মতো, ভারত ৫ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ২০২৪ সাল নাগাদ। ব্রিটেনের সংস্থা সিইবিআর-এর হিসেব মতো, ওই লক্ষমাত্রায় পৌঁছাতে ভারতের সময় লাগবে আরও ২ বছর বেশি সময়।

সিইবিআর তাদের বিবৃতিতে বলেছে, ২০১৯ সালে ভারত ফ্রান্স ও ব্রিটেনকে টপকে বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। ২০২৬ সাল নাগাদ বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ হবে ভারত।