মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: মোদী
নয়াদিল্লি: সোমবার ২ দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে টুইটে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিকালে নমো টুইটারে লেখেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত। তিনি আগামীকাল আমাদের সঙ্গে থাকবেন, এটা খুবই গৌরবের, আহমেদাবাদে হবে প্রথম অনুষ্ঠান।
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণির টুইট করা একটি ভিডিও শেয়ার করেন মোদী। সোমবার দু’দিনের সফরে ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। আসবেন মার্কিন প্রেসিডেন্টের উচ্চপদস্থ পরামর্শদাতা তথা মেয়ে ইভাঙ্কা এবং জামাই জারেদ কুশনের। গুজরাটের আহমেদাবাদ, নয়াদিল্লি এবং আগ্রায় তাজমহল দর্শনে যাবেন ট্রাম্প।
India looks forward to welcoming @POTUS @realDonaldTrump.
It is an honour that he will be with us tomorrow, starting with the historic programme in Ahmedabad! https://t.co/fAVx9OUu1j
— Narendra Modi (@narendramodi) February 23, 2020
বাহুবলী সিনেমার একটি সম্পাদনা করা ভিডিও শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেমার মূল চরিত্রের সঙ্গে তাঁর মুখ বসানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “ভারতের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ এর দিকে তাকিয়ে রয়েছি”।
ভারত সফরে, আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প। এই অনুষ্ঠানকে বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান বলে মনে করা হচ্ছে।
ট্রাম্পের এই সফরে বাণিজ্যচুক্তি নিয়ে ভারত-মার্কিন আলোচনা হবে বলে খবর। তবে সূত্রের খবর, বৃহত্তর বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা কম। প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন, ভারতের উচ্চহারে শুল্ক ও আমেরিকাকে ভারতীয় বাজারে আরও সুযোগ দেওয়া প্রয়োজন।