‘৩০০ নয়, ৩০০০ জঙ্গি মরলে শান্তি পাব’
বারাণসী: ১৪ ফেব্রুয়ারি জইশ-ই-মহম্মদের আত্মঘাতী হামলায় পুলওয়ামায়া কমপক্ষে ৪০ জন জওয়ান শহিদ হন। আজ পুলওয়ামায় হামলার ঠিক ১২ দিন পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জোরালো প্রত্যাঘাত করল ভারত।
মঙ্গলবার ভোররাতে ৩ টা ৩০ মিনিট নাগাদ নিয়ন্ত্রণরেখা থেকে ৮০ কিমি ভিতরে ঢুকে হামলা চালায় ভারত। ভারতের যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জইশ জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। জইশ ঘাঁটি লক্ষ্য করে বোমা ছোঁড়ে ভারতীয় সেনা। বিমান হানায় জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড ধ্বংস হয়। হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় জইশ-এর কন্ট্রোলরুম।
জানা গিয়েছে, ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান নিয়ে হামলা হয়েছে। ১০০০ কেজি বোমা ফেলা হয় জঙ্গিঘাঁটিতে। বিমান হানায় খতম অন্তত ৩০০ জঙ্গি।
কিন্তু এই বদলার খবরে এখনও খুশি হতে পারেননি শহিদ জওয়ানদের পরিবার। উত্তরপ্রদেশের বারাণসীর ছেলে রমেশ যাদব শহিদ হয়েছিলেন পুলওয়ামা হামলায়। তাঁর পরিবার জানালেন, ৩০০ নয়, ৩০০০ জঙ্গি মরলে তবে হয়তো একটু শান্তি পাব।