Sunday, September 15, 2024
আন্তর্জাতিক

মোদীর জাপান সফরে বড়সড় সাফল্য, ৬টি চুক্তি স্বাক্ষর, বড় বিনিয়োগ হবে ভারতে

টোকিও: ১৩ তম জাপান-ভারত বার্ষিক সম্মেলনে যোগ দিতে দু’দিনের সফরে জাপান গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মধ্যে যেমন রয়েছে নৌসেনায় যৌথ সাহায্য, রয়েছে হাই স্পিড ট্রেনের প্রকল্পও। দুই দেশের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে।

এই চুক্তির পরই আবে ঘোষণা করেছেন, জাপানি শিল্পপতিরা ভারতে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারও বিনিয়োগ করবেন। ডিজিটাল পার্টনারশিপ থেকে সাইবারস্পেস, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও সমুদ্র থেকে আকাশ সবকিছুতেই ভারত ও জাপানের সম্পর্ক আরও দৃঢ় করতে সম্মত হয়েছি।

ভারত ও জাপান দুই দেশ ৭৫ বিলিয়ন মার্কিন ডলার ‘কারেন্সি সোয়াইপ’ চুক্তি করেছে। ফরেন এক্সচেঞ্জ ও মূলধনী বাজারের ক্ষেত্রে এমন চুক্তি প্রভূত সাহায্য করবে। শান্তি ও উন্নয়নের জন্যে দু’দেশ একে অপরের হাতে হাত মিলিয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানা গেছে, এই প্রথম আয়ুর্বেদ ও যোগের প্রচারের জন্য ভারতের সঙ্গে চুক্তি করল জাপান।

সোমবার দু’দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান থেকে ভারতের উদ্দেশে রওনা দেন। ১৩ তম জাপান-ভারত বার্ষিক সম্মেলনে যোগ দিতে দু’দিনের সফরে জাপান গেছিলেন তিনি।