Monday, November 17, 2025
দেশ

যৌথ উদ্যোগে অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বানাবে ভারত ও ইজরায়েল

নয়াদিল্লি: ইহুদিবাদী রাষ্ট্র ইজরায়েলের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা সবারই জানা। প্রত্যেক বছর হাজার হাজার ইজরায়েলি পর্যটক ভারতে ঘুরতে আসেন। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে অস্ত্র সরবরাহে আমেরিকা এবং রাশিয়ার পর তৃতীয় স্থানে আছে ইজরায়েল। ইজরায়েল থেকে বিপুল পরিমাণে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আমদানি করে থাকে ভারত।

বালাকোটের জঙ্গি শিবির ধ্বংস করার জন্য স্যাটেলাইট গাইডেড ইলেকট্রো-অপটিক্যাল সেন্সর-যুক্ত স্পাইস বোমা থেকে শুরু করে চিনা সেনার গতিবিধির উপর নজরদারির জন্য ‘হেরন’ ড্রোন এবং ‘ফ্যালকন’ এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (অ্যাওয়াক্‌স) ভারত ইজরায়েল থেকেই কিনেছে। এবার সামরিক ক্ষেত্রে দু’দেশ সাব-ওয়ার্কিং গ্রুপ তৈরি করছে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দু’দেশের প্রতিরক্ষা সচিব এবং সমরাস্ত্র নির্মাতা সংস্থাগুলির প্রতিনিধিরা এই গ্রুপে রয়েছেন। দ্বিপাক্ষিক চাহিদার পাশাপাশি উৎপাদিত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিশ্বের বিভিন্ন দেশে রফতানি এই গ্রুপের অন্যতম লক্ষ্য।

প্রসঙ্গত, গত আর্থিক বছরে ইজরায়েল থেকে প্রায় ১০০ কোটি ডলারের (প্রায় ৭,৩৭০ কোটি টাকা) প্রতিরক্ষা সামগ্রী আমদানি করেছে ভারত। তাই বলে চলে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ইজরায়েল-নির্ভরতা নজরে এসেছে। এবার সামরিক ক্ষেত্রে এই যৌথ উদ্যোগ নতুন মাত্রা এনে তা বলা বাহুল্য।