Saturday, September 23, 2023
আন্তর্জাতিক

ভারত ও ইসরায়েলের মধ্যে ৭ টি চুক্তি স্বাক্ষরিত

‘আপকা সোয়াগত হ্যায় মেরে দোস্ত।’ এমনভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েল সফরে ইসরায়েলের সাথে মহাকাশ, প্রযুক্তি ও কৃষিসহ ৭ টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে সন্ত্রাসী সংগঠনগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ ইজরায়েলের সঙ্গে ভারতের স্বাক্ষরিত চুক্তি গুলো হলো-

১. ভারত-ইসরায়েল শিল্পবিষয়ক এবং প্রযুক্তিবিস্তার উদ্ভাবন তহবিল স্থাপনের জন্য ভারতের অ্যাডভেন্টেজ ও ইসরায়েলের লেসকো গ্রুপের সাথে ২ বিলিয়ন ডলারের বেশি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে (এমওইউ)।

২. পানি চুক্তিতে সহযোগিতা বৃদ্ধি এবং ভারতে রাষ্ট্রীয় জল ইউটিলিটি সংস্কারের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।

৩. শিল্প উন্নয়নে ও গবেষণা করার জন্য ৪০ মিলিয়ন মার্কিন ডলারের দ্বিপক্ষীয় টেকনোলজী উদ্ভাবন প্রতিষ্ঠার তহবিল গঠনের চুক্তি।

৪. ভারত-ইজরায়েল ডেভেলপমেন্ট কোঅপারেশন ৩ বছরের কৃষি কর্মসূচি (২০১৮-২০২০) পর্যন্ত।

৫. পারমাণবিক সহযোগিতার চুক্তি।

৬. ক্ষুদ্র উপগ্রহগুলির জন্য জিও-লিও অপটিক্যাল লিংক এবং ইলেকট্রিক পরিচালনা এ সহযোগিতায় সহযোগিতায় স্বাক্ষরিত চুক্তি স্বাক্ষরিত হয়।

৭. ছোট স্যাটেলাইটের জন্য বৈদ্যুতিক প্রসারণের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে এমওইউ।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৬২ সালের ভারত-চীনের যুদ্ধের সময় প্রথমবারের মতো ইসরায়েল ভারতকে সামরিক সহায়তা প্রদান করেছিল। ১৯৬৫ ও ১৯৭১ সালে ভারত-পাকিস্তানের সাথে দুটি যুদ্ধেও ইসরায়েল ভারতকে সাহায্য করেছিল। ভারত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৯২ সালে।