Monday, March 24, 2025
দেশ

এই অভিযান নিয়ে আমরা গর্বিত, ভারত আপনাদের সঙ্গে আছে: মোদী

বেঙ্গালুরু: চন্দ্রপৃষ্ঠে অবতরণের মিনিট দুয়েক আগে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। এরপর ইসরোর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আপনাদের হতাশ হলে চলবে না। এর মধ্যদিয়ে আমাদের চাঁদে নামার সংকল্প আরও দৃঢ় হলো। এটা তো মাত্র শুরু। ভালোটা এখনও আসার বাকি আছে।

মোদী বলেন, আপনারা দেশের জন্য কাজ করেছেন। আপনারা নিজেদের স্বপ্ন, রাতের ঘুম সব ত্যাগ করে নিজেদের জীবন দেশের জন্য উজাড় করে দিয়েছেন। গোটা দেশ আপনাদের সঙ্গে আছে। আমরা সাফল্যের একবারে কাছ পর্যন্ত চলে গিয়েছিলাম। এটিকেও আমি সফলতা হিসেবেই দেখছি। তবে আমাদের আরও চেষ্টা করতে হবে। আজকের থেকে শিক্ষা নিতে হবে, যেন কাল আমরা আরও শক্তিশালী হয়ে উঠতে পারি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এদিনের ঘটনায় আমি আপনাদের মানসিক অবস্থা সম্পর্কে জানি। আমি আপনাদের চেহারা দেখেই তা বুঝতে পারছি। আমি নিজেও রাতে ঘুমাতে পারিনি। এই অভিযান নিয়ে আমরা গর্বিত। ভারত আপনাদের সঙ্গে আছে।

শনিবার রাত ১.৫৫ নাগাদ চাঁদের ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। এর কয়েক মিনিট পরে কে শিভান ঘোষণা করেন, বিক্রম ল্যান্ডার কাঙ্ক্ষিত লক্ষ্যের ২.১ কিলোমিটার আগ পর্যন্ত স্বাভাবিকভাবেই কাজ করছিল। পরবর্তীতে ল্যান্ডার থেকে গ্রাউন্ড স্টেশনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।