২০০টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ভারত
নয়াদিল্লি: জরুরি ভিত্তিতে ২০০টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে চলছে ভারত। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে একথা জানালেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধনের ফাঁকে তিনি জানান, ৮৩টি এলসিএ তেজস মার্ক-১ এ কেনার জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) সঙ্গে চুক্তির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে।
অজয় কুমার জানান, আরও ১১০টি যুদ্ধবিমান কেনার জন্য ইতিমধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) ছাড়া হয়েছে। এর ভিত্তিতে রিকোয়েস্ট ফর প্রোপোজালও (আরএফপি) খুব শীঘ্রই ডাকা হবে।
তিনি জানান, বায়ুসেনার প্রয়োজনীতার কথা ভেবেই যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চলছে। প্রতিরক্ষা সচিব বলেন, চলতি বছরের মধ্যে অবশ্য চুক্তি স্বাক্ষর হবে। আমরা দ্রুত চুক্তি স্বাক্ষর করতে চাই।
অজয় কুমার জানান, সব মিলিয়ে প্রায় ২০০টি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চলছে। অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলি হাতে আসলে আরও শক্তিশালী হবে ভারতীয় বায়ুসেনা। ইতিমধ্যে এলসিএ তেজসের নকশাও চূড়ান্ত করে ফেলেছে হ্যাল। চুক্তি স্বাক্ষর হলে প্রতি বছর ৮-১৬টি তেজস তৈরি করবে তাঁরা।