Friday, April 19, 2024
দেশ

ভারত হিন্দু রাষ্ট্রই, দাবি মোহন ভাগবতের

গুয়াহাটি: ভারতকে হিন্দুরাষ্ট্র বলে দাবি করে ফের পাকিস্তানকে আক্রমণ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে প্রধান মোহন ভাগবত। উত্তর-পূর্ব ভারতের স্বয়ংসেবকদের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘লড়াইয়ের পর পাকিস্তানের জন্ম হয়। ১৯৪৭ সালের ১৫ অগাস্টের পর থেকে পাকিস্তানের সঙ্গে শত্রুতা ভুলে গিয়েছে ভারতবর্ষ। কিন্তু পাকিস্তান এখনও সেটা ভোলেনি। এটাই হিন্দু প্রকৃতির সঙ্গে অন্যদের পার্থক্য।’

রবিবার গুয়াহাটিতে সংঘের এক সমাবেশে এ কথা বলেন ভাগবত। আরএসএস প্রধানের মন্তব্য, ‘অনেক সংগ্রামের পর পাকিস্তানের জন্ম হয়। ভারত কিন্তু ১৯৪৭ থেকেই পাকিস্তানের প্রতি যাবতীয় শত্রুতা ভুলেছে। কিন্তু পাকিস্তান ভোলেনি। এই হল হিন্দু ও অ-হিন্দুদের মধ্যে পার্থক্য!’ ভাগবত আরও জানান, হরপ্পা-মহেঞ্জোদারোর মতো প্রাচীন সভ্যতা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। পাকিস্তানের উচিত ওই সব এলাকা অবিলম্বে ভারতকে ফিরিয়ে দেওয়া।

বাংলাদেশ প্রসঙ্গে ভাগবত বলেছেন, ‘পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পর মিল থাকা সত্ত্বেও বাংলাদেশের বাঙালিরা ভারতের সঙ্গে মিশে যাননি? কারণ, তাঁদের মধ্যে হিন্দু ভাবাবেগ নেই। হিন্দু ভাবাবেগ ভুলে গেলে, ভারত ভেঙে টুকরো হয়ে যাবে।’