৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার স্বাধীনতা দিবসের আনন্দে ভাসল জম্মু-কাশ্মীর
শ্রীনগর: বৃহস্পতিবার গোটা দেশ জুড়ে ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো। তবে এবারই প্রথমবার ভূস্বর্গে। এমন স্বাধীনতা দিবস আগে দেখেনি ভূস্বর্গ। সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে রাজ্যের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার কেন্দ্রীয় সিদ্ধান্তের পর জম্মু ও কাশ্মীরে এটাই প্রথম স্বাধীনতা দিবস। আর এই প্রথমবার স্বাধীনতা দিবসের আমেজে ভাসল জম্মু-কাশ্মীর।
গণতন্ত্রের এই উৎসব পালনের প্রস্তুতি স্বরূপ জম্মু ও কাশ্মীরে কড়া সুরক্ষার ব্যবস্থা করা হয়। আধাসামরিক ও রাজ্য পুলিশ মিলিয়ে কাশ্মীর উপত্যকায় প্রায় দেড় লক্ষ পুলিশ মোতায়েন করা হয়।
Independence Day celebrations today at Bellian Bhaik, Kupwara of North Kashmir. pic.twitter.com/M9xh6UXvPs
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 15, 2019
কাশ্মীরের শের-এ-কাশ্মীর স্টেডিয়ামে সদর্পে উড়েছে ভারতের জাতীয় পতাকা। বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিতি ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক।
SRINAGAR: National Security Advisor Ajit Doval and Jammu & Kashmir Governor Satya Pal Malik during #IndiaIndependenceDay celebrations at Sher-e-Kashmir stadium. pic.twitter.com/AN7vQW1WKO
— ANI (@ANI) August 15, 2019
জাতীয় পতাকা উত্তোলন করে রাজ্যপাল সত্যপাল মালিক বলেন, কোন মতেই কাশ্মীরের মানুষের পরিচিতি ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না। আপনারা আশ্বস্ত থাকুন।