পরিবেশ রক্ষায় অসাধারণ উদ্যোগ নিয়েছে ভারত: রাষ্ট্রসংঘের মহাসচিব
নিউ ইয়র্ক: পরিবেশ রক্ষায় ভারতের উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, বিশ্বব্যাপী পরিবেশ রক্ষার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত। আন্তোনিও গুতেরেস জানান, রাষ্ট্রসংঘকে ভারত যে ১৯৩টি সোলার প্যানেল দিয়েছে তা অত্যন্ত কার্যকরী। সে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক প্রচেষ্টাকে কুর্নিশ জানান তিনি।
একাধিকবার প্লাস্টিক মুক্ত ভারত গড়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে স্বচ্ছ ভারত প্রকল্পও। এবার আন্তর্জাতিক সৌর উদ্যোগে ভারতের অবদানের কথা উল্লেখ করে আন্তোনিও গুতেরেস বলেন, সৌর বিদ্যুতের প্রসারের জন্য প্রচুর মূলধন বিনিয়োগ করা হয়েছে ভারতে। তাঁদের কাছে প্রচুর পরিমাণ কয়লাও আছে। পরিবেশ রক্ষায় এই বিষয়টি নিয়ে আমরা তাঁদের আলোচনাও করেছি। পরিবেশ রক্ষা ও স্বচ্ছ ভারত তৈরির জন্য মোদী প্রচুর অভিনব উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকাও মাথায় রাখতে হবে।
রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, পরিবেশ রক্ষা আন্দোলনে ভারত ব্যাপক ভূমিকা পালন করছে। পুর্ননবীকরণ যোগ্য শক্তি ও সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভারতে বিদ্যুৎ তৈরি করতে পরমাণু শক্তির ব্যবহার করা হচ্ছে। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর পরিশ্রম করছেন। এই বিষয়ে তাঁর সঙ্গে আমার বিস্তারিত কথাও হয়েছে। তাঁর কর্মদক্ষতা ও আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। এটা এমনই একটি বিষয় আমরা তাঁকে শ্রদ্ধা জানাতে বাধ্য।
প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে পরিবেশ রক্ষা সংক্রান্ত বিষয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, মার্শাল দ্বীপপুঞ্জের রাষ্ট্রপতি হিলদা হেইনি, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। ওই উচ্চপর্যায়ের সম্মেলনে মোদী প্রথম বক্তাদের মধ্যে থাকবেন। মোদী মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সদর দফতরে গান্ধী সোলার পার্কের উদ্বোধন করবেন।