Monday, June 16, 2025
Latestদেশ

সন্ত্রাসের আঁতুড়ঘরে হামলা চালানোর পূর্ণ অধিকার আমাদের আছে, বললেন নয়া সেনাপ্রধান

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার দেশের নয়া সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েই সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানালেন, সন্ত্রাসবাদের আঁতুড়ঘরে হামলা চালানোর পূর্ণ অধিকার আমাদের আছে।

তিনি বলেন, জঙ্গি দমনের কৌশল আমাদের জানা। কোনও রাষ্ট্র কিংবা পাকিস্তানের মদতে চলা সন্ত্রাসবাদ দমনের জবাব দিতেও আমরা সমানভাবে প্রস্তুত। নয়া সেনাপ্রধান বলেন, আমার সবার প্রথম কাজ হবে, বাহিনীকে এমন ভাবে প্রস্তুত করা যাতে যে কোনও শত্রুকে ওরা সহজেই দমন করতে পারে।

পাকিস্তানের প্রতি কড়া মনোভাব দেখিয়ে সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে বলেন, মদতপুষ্ট সন্ত্রাসবাদ দমনে আমাদের পর্যাপ্ত কৌশল আছে। যদি পাকিস্তান সেই কাজ বন্ধ না করে, তাহলে সন্ত্রাসবাদ দমনে ওদের ওপর হামলা চালানোরও পূর্ণ অধিকার আমাদের আছে।

নয়া সেনাপ্রধানের অভিযোগ, সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতি হিসেবে দত্তক নিতে চেষ্টা করছে আমাদের পড়শি দেশ। যেটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করে ওরা (পাকিস্তান) ছায়াযুদ্ধ চালিয়ে যেতে চায়। কিন্তু এই কৌশল দীর্ঘদিন চলতে পারে না। সবসময় ওরা মানুষকে বোকা বানাতে পারবে না।

সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, পাকিস্তানি সেনা, রাষ্ট্র-মদতপুষ্ট সন্ত্রাসবাদকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সেই প্রচেষ্টা বিফলে গেছে। সত্যিটা কি, এখন সকলের কাছেই স্পষ্ট। ওরা (পাক সেনা) সন্ত্রাসবাদীদের বলে সীমান্তে (LoC) অপেক্ষা করতে। সুযোগ পেলেই ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে ওরা জঙ্গিদের মদত জোগায়। কিন্তু আমরা প্রস্তুত। কোনও ভাবেই ওদের সফল হতে দেব না।