কালো টাকা উদ্ধারে বড় জয় মোদী সরকারের, সুইস ব্যাঙ্ক থেকে দ্বিতীয় দফায় তথ্য হাতে পেল ভারত
নয়াদিল্লি: সুইৎজ়ারল্যান্ডের কেন্দ্রীয় কর কর্তৃপক্ষ (এফটিএ) এবার দ্বিতীয় দফায় ভারতীয় ব্যক্তি ও সংস্থার ব্যাঙ্ক আকাউন্টের তথ্য ভারত সরকারের হাতে তুলে দিল। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথম দফায় ৭৫টি দেশকে তথ্য দিয়েছিল এফটিএ। এবার দ্বিতীয় দফায় ৮৬টি দেশের হাতে তথ্য তুলে দিল তাঁরা।
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, দ্বিতীয় দফার এই ৮৬টি দেশের তালিকায় নাম রয়েছে ভারতেরও। শুক্রবার ভারত সরকারের কাছে ডসিয়ার পাঠিয়েছে এফটিএ। FTA এক বিবৃতিতে জানিয়েছে, অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশনের নীতি মেনে এ বছর আদান প্রদানে প্রায় ৩১ লাখ আর্থিক অ্যাকাউন্ট যুক্ত আছে।
ভারত সরকারের আধিকারিকরা জানিয়েছেন, ৮৬টি দেশের মধ্যে ভারত একটি, যাদের সাথে সুইস ব্যাঙ্ক তাদের গ্রাহক এবং অন্যান্য আর্থিক সংস্থান গুলোর অ্যাকাউন্টের বিবরণ তুলে দিয়েছে।
২০১৪ সালের নির্বাচনী প্রচারে কালো টাকা উদ্ধারের জন্য কার্যত যুদ্ধ ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। এরপর বিপুল ভোটে জয়লাভ করে কেন্দ্রে ক্ষমতার বসার পর সুইস ব্যাঙ্ক থেকে তথ্য পাওয়ার জন্য চুক্তি স্বাক্ষরিত হয় সুইজারল্যান্ড সরকারের সঙ্গে। তবে বিরোধীদের অভিযোগ, কালো টাকা উদ্ধারে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেনি মোদী সরকার।
বিরোধীদের তোপের মুখেই ২০১৯ সালের সেপ্টেম্বরে কালো টাকা উদ্ধারের ক্ষেত্রে বড় জয় পায় মোদী সরকার। ১০০-রও বেশি ভারতীয় ব্যক্তি ও সংস্থার নামের তালিকা ভারত সরকারের হাতে তুলে দেয় সুইস ব্যাঙ্ক। ওয়াকিবহাল মহলের মতে, দ্বিতীয় দফায় তথ্য হাতে পাওয়ায় কালো টাকা উদ্ধারের লড়াই আরও জোরদার হবে।


