ইরান থেকে তেল কিনতে ভারতকে বিশেষ ছাড় যুক্তরাষ্ট্রের; প্রধান কারিগর মোদী
নয়াদিল্লি: পরমাণু চুক্তি থেকে সরে আসার পর ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা ৫ নভেম্বর থেকে পুনর্বহাল করছে যুক্তরাষ্ট্র। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত ইরান থেকে অপরিশোধিত তেল কিনতে পারবে। এই সাফল্যের পেছনে প্রধান কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ইরান থেকে তেল আমদানিতে ভারতের কোনও সমস্যা হবে না কারণ আন্তর্জাতিক স্তরে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জোরাল প্রচার। ভারত ছাড়া জাপান এবং দক্ষিণ কোরিয়া-সহ মোট ৮টি দেশকেও ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধের আওতার বাইরে থাকতে পারে চিন। এ বিষয়ে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে।
India got Iran oil waiver from US because of PM Modi, says Dharmendra Pradhan – India News https://t.co/iFUrrOrtWF
— Dharmendra Pradhan (@dpradhanbjp) 4 November 2018
পরমাণু ইস্যুতে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার কৌশল নিয়েছে আমেরিকা। যে কারণে তাদের তেল রফতানি সম্পূর্ণ বন্ধ করে নিতে চায় হোয়াইট হাউজ। আমেরিকার এমন পদক্ষেপে বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে ইরানের ওপর আর্থিক অবরোধ থেকে মোট আটটি দেশকে ছাড় দিতে রাজি হয়েছে আমেরিকা। অর্থাৎ এই আটটি দেশ আপাতত ইরান থেকে তেল আমদানি করতে পারবে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে নিজ বক্তব্যে ইরানের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় ট্রাম্প ইরানের তেল বিক্রির ওপরে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন।