Thursday, December 12, 2024
দেশ

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে কড়া বিবৃতি প্রকাশ ভারত সরকারের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়ে নিন্দা জানিয়েছে ভারত। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তার জামিন নাকচ করা গভীর উদ্বেগজনক। ভারত দাবি করে, বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অথচ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি।

মঙ্গলবার চট্টগ্রাম আদালতে চিন্ময়ের জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। আদালতে উপস্থিত জনতা এ আদেশের প্রতিবাদে রাস্তা অবরোধ করেন।

ভারতীয় মন্ত্রণালয় আরও জানায়, ধর্মীয় নেতাদের ওপর এমন নিপীড়ন বন্ধ করা উচিত। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।