ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করল ভারত
নয়াদিল্লি: দীর্ঘ ১৩ বছর ধরে আলোচনা চলছিল। অবশেষে মঙ্গলবার অসামরিক পরমাণু চুক্তি (Civil nuclear cooperation agreement) স্বাক্ষর করল ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ১৫ তম ভারত ও ইউরোপীয় ইউনিয়ন সামিটে এই চুক্তির রূপরেখা ঘোষণা করা হয়।
এদিনের ভার্চুয়াল সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও ইউরোপিয় ইউনিয়ন দীর্ঘ দিনের সহযোগী। বিশ্ব শান্তি ও স্থিতাবদ্ধার জন্য পারস্পরিক স্থিতাবস্থা বজায় রাখা খুবই জরুরি। ইউরোপীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার দিকেই এগিয়ে যাচ্ছে ভারত।
ঐতিহাসিক এই অসামরিক পরমাণু চুক্তির ফলে অসামরিক ক্ষেত্রে পারস্পরিক যেকোনও রকম সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত। এদিনের এই সামিটে ভারতের হয়ে প্রতিনিধি দলের নেতৃত্ব রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন।
বিশেষজ্ঞরা মনে করছেন, ব্রেক্সিটের (ব্রিটেনের EU থেকে বেড়িয়ে যাওয়া) পরও ২৭টি দেশের মিলিত গোষ্ঠী ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে হওয়া এই পরমাণু চুক্তি দু’পক্ষের সম্পর্ককে আরও মজবুত করবে। আণবিক জ্বালানি ও শক্তি উৎপাদনের ক্ষেত্রে ভারতের কাছে এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, ২০১৮ সালে ভারতের সবথেকে বড় বাণিজ্যিক সহযোগী ছিল ইউরোপীয় ইউনিয়ন। ২০১৮-১৯ সালে দু’পক্ষের মধ্যে প্রায় ১১৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাণিজ্যও হয়েছ। এর মধ্যে ভারত রফতানি করেছে প্রায় ৫৭ বিলিয়ন ডলার মূল্যের পণ্য।