পাকিস্তান সীমান্তে ২০০ সাঁজোয়া যান মোতায়েন করছে ভারত
নয়াদিল্লি: পাকিস্তান সীমান্তে ২০০টি সাঁজোয়া সামরিক যান মোতায়েন করছে ভারত। এসব সাঁজোয়া যানে বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র থাকবে। পাঞ্জাব এবং রাজস্থানের পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় এই সাঁজোয়া যানের বহর মোতায়েন করা হবে বলে খবর।
ভারতীয় প্রতিরক্ষা গবেষণা শাখা (আইডিআরডব্লিউ) জানিয়েছে, পুরো অঞ্চলটি জুড়ে নদী এবং খাল রয়েছে বলে সীমান্ত এলাকায় সাঁজোয়া যান মোতায়েনের ফলে বাড়বে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা।
গত ৫ আগস্ট ভারতের ৩৭০ ধারা বাতিলের পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে। সীমান্ত সংঘর্ষও অতীতের তুলনায় বেড়েছে। এমন পরিস্থিতিতে পাঞ্জাব এবং রাজস্থানের পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় এই সাঁজোয়া যান মোতায়েন করা হবে।
এসব সাঁজোয়া যানের সড়ক পথে ৫০০ এবং নদীপথে ২৫০ কিলোমিটার টহল দেওয়ার ক্ষমতা রয়েছে। সব ধরনের রাসায়নিক, জৈব এবং পরমাণু দূষণ নির্ণয়ে সক্ষম আট চাকার এ গাড়ির সব চাকাই স্টিয়ারিং হুইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। তাই একে এইট ডব্লিউডি বলা হয়।
এতে ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র বা এটিজিম, ৩০ মিমি কামান এবং ৭.৬২ সম অক্ষের মেশিন গান বসানো থাকবে। পাশাপাশি, কাঁধ থেকে ছোড়ার উপযোগী ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এতে সরবরাহ করা হবে। কাশ্মীর ইস্যুতে ভারত- পাকিস্তানের উত্তেজনার মধ্যেই সীমান্তে এই সাঁজোয়া বহর মোতায়েনের উদ্যোগ নিল মোদী সরকার।