Tuesday, November 18, 2025
খেলা

চিনকে হারিয়ে দাবা অলিম্পিয়াডের কোয়ার্টার ফাইনালে ভারত

নয়াদিল্লি: সীমান্তের পাশাপাশি এবার দাবার বোর্ডেও চিনকে টেক্কা দিল ভারত। চিনকে হারিয়ে ফিডে অনলাইন চেস অলিম্পিয়াডের (FIDE Online Chess Olympiad) কোয়ার্টার ফাইনালে ভারত। এফআইডিই অনলাইন দাবা অলিম্পিয়াডে চিনকে ৪-২ ফলে হারাল ভারত।

ভারতের প্রজ্ঞানানন্দ ও দিব্যা দেশমুখের হাত ধরে নবম তথা চূড়ান্ত প্রিলিমিনারি রাউন্ডে পৌঁছে গেল ভারত। অনূর্ধ্ব ২০-র বোর্ডে চারটি ড্র, দুটি জয়ের ফলেই চিনের বিরুদ্ধে এই সাফল্য। পুল-এ তে ১৭ পয়েন্ট এবং ৩৯.৫ বোর্ড পয়েন্ট নিয়ে ভারতীয় দল শীর্ষ।

২৮ আগস্ট কোয়ার্টারফাইনাল। তবে ভারতের প্রতিদ্বন্দ্বী কারা, তা এখনও ঠিক হয়নি। বিদ্যা হারিয়েছেন চিনের জিনার ঝু-কে। ভারতীয় দলের অধিনায়ক বিদিত গুজরাটি বিশ্বের তিন নম্বর ডিং লিরেনের সঙ্গে ড্র করেন। পি হরিকৃষ্ণও ড্র করেন চিনের ইয়াঙ্গি ইউয়ের সঙ্গে। কোনেরু হাম্পির মেয়েদের বিভাগে দুনিয়ার এক নম্বর ইফান হাওয়ের সঙ্গে ফল অমীমাংসিত। ডি হরিকাও ড্র করেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েনজুন জুয়ের সঙ্গে।

১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ ভারত এবং প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। ভারতের এই সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত গোটা দেশবাসী।