Sunday, March 16, 2025
Latestখেলা

মেসির চেয়ে রোনাল্ডোকেই বেশি পছন্দ করি: বিরাট কোহলি

নয়াদিল্লি: লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কে সেরা ? এই বিতর্ক বহুদিনের। মেসি-রোনাল্ডো দু’জনেই বলেন, আমায় দ্যাখো তো ও বলেন আমায় দ্যাখো। রোনাল্ডো ও মেসি দুজনেই নিজের নিজের ক্লাব এবং দেশের জন্য গোল করে একের পর এক রেকর্ড ভেঙেছেন।

অনেক ভক্ত এবং বিশেষজ্ঞরাই এই দুই ফুটবলারকে সর্বকালের সেরা দুই ফুটবলার হিসাবে গণ্য করেন। তবে ফুটবল দক্ষতায় কে ভালো? রোনাল্ডো নাকি মেসি ? এই নিয়ে তর্ক বাঁধলে চায়ের কাফে তুফান ওঠে। ওই দুজনের মধ্যে কে ভালো তা নিয়ে গড়ে ওঠা বিতর্ক গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের দু’ভাগে করেছে। আর বিরাট কোহলিও এই ভক্তদের থেকে আলাদা কেউ নন।

বিরাট কোহলি প্রায়শই রোনাল্ডোর প্রশংসা এবং তাঁর ফিটনেসের প্রতি অসম্ভব ভাবে অনুরক্ত। যেখানে কোহলি সবসময় নিজের ফিটনেস নিয়ে সচেতন সেই তিনিও মুগ্ধ রোনাল্ডো ম্যানিয়ায়। কেন তিনি সিআরসেভেনকেই বেছে নেবেন এই প্রশ্নের জবাবে কোহলি বলেন, মেসি অবশ্যই এক নিখুঁত সহজাত প্রতিভার ফুটবলার এবং তাঁর ফুটবল ক্ষমতা কারও থেকেই হয়তো বেশি নয়।কিন্তু আমার কাছে বেশি গুরুত্ব পায় একজন ফুটবলারের খেলায় প্রতি মুহূর্তে তাঁর চেষ্টা করার সামর্থ্য বা ইচ্ছাশক্তি। রোনাল্ডোর ড্রাইভ তাঁকে অন্য সবার থেকে আলাদা করে দেয়।

কোহলি বলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমার দেখা এই মুহূর্তের সবচেয়ে স্বয়ংসম্পূর্ণ খেলোয়াড়। তাঁর বাম পা, ডান পা, গতি বা ড্রিবলিং দক্ষতা, সবেতেই তিনি অসাধারণ।