দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪,৯৮৭, মৃত্যু ১২০; মোট আক্রান্ত ৯০,৯২৭, মোট মৃত্যু ২,৮২৭ জনের
নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেল। একদিকেই করোনা আক্রান্ত হলেন ৪৯৮৭ জন। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৭ জন। সক্রিয় কেস ৫৩,৬৪৯টি। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ১০৯ জন। দেশে মোট মৃতের সংখ্যা ২,৮৭২ জন।
উল্লেখ্য, আজই তৃতীয় দফার লকডাউনের শেষ দিন। সোমবার থেকে চতুর্থ দফায় লকডাউনের শুরুর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, লকডাউন ৪.০-এর রঙ-রূপ হবে অন্যরকমের। আজই প্রকাশ করা হবে নতুন নির্দেশিকা।
এদিকে, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত বাংলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২,৫৭৬ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ১,৪৫২টি। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৮৯২ জন। মোট মৃতের সংখ্যা ২৩২ জন।
গোটা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ১৩ হাজার ২৬৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ২২ হাজার ২৩৩ জন। সব থেকে বেশি প্রাণ গিয়েছে আমেরিকায়। সেখানে মারা গিয়েছেন ৯০ হাজার ১১৩ জন এবং আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭ হাজার ৭৯৮জন।