Friday, June 20, 2025
Latestদেশ

অযোধ্যা মামলা নিয়ে মোদীর ভুয়ো চিঠি প্রকাশ বাংলাদেশের সংবাদমাধ্যমে, তীব্র নিন্দা ভারতের

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে অযোধ্যা মামলা নিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এই খবরের তীব্র নিন্দা জানালো ভারতের বিদেশমন্ত্রক।

বিদেশমন্ত্রক বিবৃতি প্রকাশ করে সাফ জানিয়ে দিল, অযোধ্যা মামলা নিয়ে প্রধান বিচারপতিকে কোনও চিঠি দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সংবাদমাধ্যমে যে চিঠিটি ঘুরছে, সেটি ভুয়ো।

কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার টুইট বার্তায় লিখেছেন, দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করতে, ইচ্ছাকৃত ভাবে এই ভুয়ো এবং বিদ্বেষপূর্ণ খবর ছড়ানো হচ্ছে। ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার চেষ্টার পিছনে যাঁরা রয়েছেন তাদের প্রতি তীব্র নিন্দা জানাই।


রবীশ কুমার বলেছেন, এই চিঠি সম্পূর্ণ ভুয়ো এবং বিদ্বেষপূর্ণ। বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে ইচ্ছাকৃত ভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।

প্রসঙ্গত, গত শনিবার ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপেক্ষিত–অযোধ্যা মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। সর্বসম্মত রায়ে শীর্ষ আদালত, অযোধ্যার বিতর্কিত জায়গায় রাম মন্দির তৈরির সম্মতি দিয়েছে। অন্যদিকে, মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র ৫ একর জমি দেওয়ার কথা বলা হয়েছে।