রাতের পরীক্ষাতেও সফল অগ্নি-২
বালেশ্বর: রাতের অন্ধকারেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ভারতের অগ্নি-২ মিসাইল। শনিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। রাতের পরীক্ষাতে ওডিশা উপকূলের বালেশ্বরে, ডক্টর আব্দুল কালাম দ্বীপ থেকে পরীক্ষায় সফল হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম, এই ব্যালেস্টিক মিসাইলটি। অগ্নি ২-এর এই সাফল্যে খুশি ভারতীয় সেনা।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, শক্তিশালী এই মিসাইলটি ২০০০ কিমির দূরত্ব থেকে লক্ষ্যবস্তুকে চূর্ণবিচূর্ণ করে দিতে পারবে। অগ্নি-২ ব্যালেস্টিক মিসাইলটি ইতিমধ্যেই সেনার হাতে রয়েছে। তবে রাতে ক্ষেপণাস্ত্রটি কার্যকরী কি না, তা নিয়ে সংশয় ছিল। তবে এই পরীক্ষার সাফল্যে প্রমাণিত হল, রাতের অন্ধকারেও সমান ভাবে কার্যকরী অগ্নি-২ মিসাইল।
(Balasore, Odisha) Government Sources: India carries out successful night-time test-firing of the 2,000 km strike range Agni-2 ballistic missile. The test-firing was done by the Strategic Forces Command off the coast of Odisha. pic.twitter.com/GfYvO5sifA
— ANI (@ANI) November 16, 2019
ডিআরডিও সূত্রে খবর, ২০ মিটার দীর্ঘ এই ব্যালেস্টিক মিসাইলটির ওজন ১৭ টন। এক হাজার কেজি পর্যন্ত কোনও অস্ত্র বা বিস্ফোরক বহনে সক্ষম এটি। ২ হাজার কিমি দূরের টার্গেটকে আঘাত করতে সক্ষম।