Monday, June 16, 2025
Latestদেশ

‘মুসলিমদের কেন নাগরিকত্ব দেব?’, রাজ্যসভায় প্রশ্ন অমিত শাহের

নয়াদিল্লি: বিরোধীদের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও বুধবার রাজ্যসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব স‌ংশোধনী বিল। এবার রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে। এর ফলে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাবেন।

তবে এই বিলে হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, জৈন ও বৌদ্ধদের কথা বলা হলেও মুুসলিমদের কথা বলা হয়নি, তা নিয়েই সবর হন বিরোধীরা। তাঁদের অভিযোগ, মুসলিমদের সঙ্গে বিভাজনের রাজনীতি করার উদ্দেশ্যেই বিলটি আনা হয়েছে।

তবে বিরোধীদের এই অভিযোগের স্পষ্ট জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, গোটা দুনিয়া থেকেই যদি মুসলিমরা এসে এ দেশে নাগরিকত্ব চান, তাদের সবাইকে কি নাগরিকত্ব দিয়ে দেব? কি করে দেব। দেশ কি ভাবে চলবে, এ ভাবে চলতে পারে না।

অমিত শাহ যুক্তি দেখিয়ে বলেন, প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের রাষ্ট্রধর্ম হল ইসলাম। সেই কারণে শরণার্থী হিসেবে আসা তিন দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়া হবে। না হলে উৎপীড়নের শিকার ওই মানুষেরা কোথায় যাবেন?

পাশাপাশি, অমিত শাহ বলেন, বিজেপির ইস্তেহারেই বিলটি আনার কথা ছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। গত সোমবারই লোকসভায় বিলটি পাশ হয়েছিল, বুধবার ১২৫-৯৯ ভোটে পাশ হল রাজ্যসভায়।