১৫টি চুক্তি স্বাক্ষর করলেন নরেন্দ্র মোদী ও ব্রাজিলের প্রেসিডেন্ট
নয়াদিল্লি: ৭১তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর মেসিয়াস বলসোনারো। অনুষ্ঠানের দু’দিন আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিকস্তরে ১৫টি চুক্তি স্বাক্ষর করেন তাঁরা। দ্বিপাক্ষিকভাবে সমঝোতা আরও বাড়ানোর জন্য সহমতে পৌঁছন দুই রাষ্ট্রনেতা।
নিরাপত্তা ও সামরিক ক্ষেত্র-সহ বাড়ানো হবে বাণিজ্য, কৃষি, অসামরিক বিমান পরিবহণ, পরিবেশ, স্বাস্থ্য ক্ষেত্রেও সমঝোতা। উল্লেখ্য, বিশ্বজোড়া মন্দার প্রভাব পড়েছে ব্রাজিলেও। তাই ভারত-ব্রাজিলের আর্থিক বিকাশে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিসর আরও বাড়ানো হবে।
বৈঠকের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও ব্রাজিলের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হল। ব্রাজিলের রাষ্ট্রপ্রধানের সফরকে সম্বোধন করেই আমি এ কথা বলেছি।
??-??| Further enriching our robust partnership.
PM @narendramodi & President @jairbolsonaro witnessed exchange of 15 agreements widening our areas of cooperation in trade & Investment, energy, culture, cyber security among others.
List of MoUs ?https://t.co/FCaV1ynj0D pic.twitter.com/ELXEh1y2rY
— Raveesh Kumar (@MEAIndia) January 25, 2020
প্রধানমন্ত্রী বলেন, দুটি দেশ বিশ্বজুড়ে তৈরি হওয়া একাধিক ইস্যুর দ্বারা প্রভাবিত। সেই সমস্যাগুলো দূর করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা হবে। নমো বলেন, সামরিক বাণিজ্যের পরিসর তৈরিতে জোড় দেওয়া হবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, শনিবার দ্বিপাক্ষিকস্তরে ১৫টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার ফলে কূটনৈতিক স্তরে আরও কাছাকাছি এসেছে দু’দেশ। যে সব ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই ক্ষেত্রে কাজের পরিসর বাড়ল। সন্ত্রাসবাদ দমন এবং সামরিক বাণিজ্যে আরও বেশি কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ দু’দেশ।