ভারত ও ভুটানের মধ্যে ১০টি চুক্তি স্বাক্ষরিত
থিম্পু: দু’দিনের সফরে ভুটান গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ লোকসভা নির্বাচনের এই প্রথম এবং এই প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার ভুটান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসাবে ভুটান যান মোদী।
সফরের প্রথম দিন শনিবারে ভারত ও ভুটানের মধ্যে ১০টি বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের উপস্থিতিতে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে।
ভুটান সফরের আগে একটি বিবৃতিতে মোদী জানিয়েছিলেন, ভারত সরকারের অন্যতম স্তম্ভ এই ‘প্রতিবেশিই প্রথম’ নীতির ওপর ভিত্তি করেই আজ ভারত-ভুটান সম্পর্ক একটা বিশেষ উল্লেখ-এর দাবি রাখে। তিনি আরও বলেন, তাঁর এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়ে উঠবে।
৩৭০ ধারা বাতিলের পর পাকিস্তানের সঙ্গে ভারতের বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা প্রয়োজন। তাই মোদীর ভুটান সফর আরও বেশি প্রাসঙ্গিক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।