Monday, June 16, 2025
Latestদেশ

ব্রিটেন ও ফ্রান্সকে পেছনে ফেলে বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত

নয়াদিল্লি: দেশের অর্থনৈতিক গ্রাফ নিম্নগামী হলেও সম্প্রতি একটি মার্কিন সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিশ্বের পঞ্চম অর্থনীতি হিসেবে উঠে আসল ভারত। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ (World Population Review) নামক ওই সংস্থা তাঁদের রিপোর্টে জানিয়েছে, ২০১৯ সালে ব্রিটেন ও ফ্রান্সকে অর্থনীতির তালিকায় পেছনে ফেলে বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ তাঁদের রিপোর্টে বলেছে, মুক্ত-অর্থনীতি হিসেবে ভারত ক্রমশ উন্নতি করছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের পিপিপি জাপান ও জার্মানির থেকেও ভালো। ২০১৯ সালে ভারতের জিডিপি (GDP) ২.৯৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। যেখানে ব্রিটেনের জিডিপি ২.৮৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ফ্রান্সের জিডিপি ২.৭১ ট্রিলিয়ন মার্কিন ডলার।

রিপোর্টে বলা হয়েছে, বিপুল জনসংখ্যার কারণে ভারতের পার ক্যাপিটা ইনকাম (Per Capita Income) ২,১৭০ মার্কিন ডলার। সেখানে আমেরিকার পার ক্যাপিটা ইনকাম ৬২,৭৯৪ মার্কিন ডলার।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ জানিয়েছে, ভারতের জিডিপির হার টানা তিন বছর ধরে কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। রিপোর্টে দাবি করা হয়েছে, ৯০-এর দশকের শুরুতে ভারতীয় অর্থনীতির লিবারালাইজেশন এবং বিদেশি বিনিয়োগে নিয়ন্ত্রণ কমানোর সিদ্ধান্ত অত্যন্ত উপযোগী।