Monday, November 17, 2025
দেশ

চিনকে গো-হারা হারিয়ে রাষ্ট্রপুঞ্জের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের সদস্য ভারত

নিউ ইয়র্ক: ফের বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার অব্যাহত। এবার রাষ্ট্রপুঞ্জের (UN) নারী ক্ষমতায়ন সংক্রান্ত কমিশনের সদস্য পদে বিপুল ভোটে জয়ী হল ভারত। লড়াইয়ে আফগানিস্তান কিছুক্ষণ টিকে থাকলেও চিন ধারে কাছে ঘেঁষতে পারেনি।

রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি মঙ্গলবার টুইটে এই তথ্য জানিয়েছেন। টুইটে তিনি বলেছেন, রাষ্ট্রসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ECOSOC) বিভাগের কমিশন অফ স্ট্যাটাস অফ উইমেনের (UNCSW) সদস্য পদে বিপুল ভোটে জয়ী হয়েছে ভারত।

উল্লেখ্য, সারা বিশ্বের নারীদের ক্ষমতায়ন এবং লিঙ্গ সাম্য রক্ষায় রাষ্ট্রপুঞ্জের কমিশন অফ স্ট্যাটাস অফ উইমেন কাজ করে থাকে। ভারত ৪ বছরের জন্য এই কমিশনের সদস্য পদে জয়ী হল।

লাদাখ পরিস্থিতির আবহে ভারতের এই জয়কে অত্যন্ত সম্মানজনক বলে উল্লেখ করেছেন টি এস তিরুমূর্তি। তিনি জানান, ২০২১ থেকে ২০২৫ সাল অবধি রাষ্ট্রপুঞ্জের কমিশন অফ স্ট্যাটাস অফ উইমেনের সদস্য হিসেবে সারা বিশ্বে নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সাম্যের জন্য লড়াই করবে ভারত।

রাষ্ট্রপুঞ্জের কমিশন অন স্ট্যাটাস অফ উইমেনের সদস্য নির্বাচনে ভারত, চিন এবং আফগানিস্তান সহ তিনটি দেশ অংশ নিয়েছিল। ৫৪ সদস্যের অধিকাংশ ভোটই পেয়েছে ভারত এবং আফগানিস্তান। চিন কার্যত কোনও ভোটই পায়নি।

চলতি বছরই বেইজিংয়ের বিশ্ব কনফারেন্স অন উইমেনের ২৫তম আয়োজক দেশ হতে চলেছে। তার আগে রাষ্ট্রপুঞ্জে এই হার চিনের প্রতি আন্তর্জাতিক মহলের অসন্তোষের প্রমাণ দিচ্ছে। বিশেষজ্ঞরা এর জন্য উহান থেকে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া এবং চিনের ভূমিকাকে দায়ী করছেন।

প্রসঙ্গত, চলতি বছরেই ১৮ জুন সপ্তম বারের মতো রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদরে অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয় ভারত। ১৯২টি সদস্য দেশের ভোটের মধ্যে ১৮৪টি ভোট পায় ভারত।