বাংলাদেশকে হারিয়ে সপ্তমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল ভারত
কলম্বো: শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশকে পাঁচ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল ভারত। এই নিয়ে টিম ইন্ডিয়া সপ্তমবার অনূর্ধ্ব-১৯ চ্য়াম্পিয়ন হল। এদিন টসে জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু ব্য়াটিং ভরাডুবিতে ৩২.৪ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ভারতের টপ অর্ডারের মিলিত সংগ্রহ ছিল মাত্র ৬ রান।
ভারতের করা ১০৬ রান তুলতে রীতিমতো নাকানিচোবানি খায় বাংলাদেশ। ১০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৪০ রানে পাঁচ উইকেট চলে যায় টাইগারদের। ৩৩ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশ। ভারতের ১৮ বছরের অথর্ব অঙ্কোলেকর ৮ ওভার বল করে মাত্র ২৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। ভারতের হয়ে আকাশ সিং পেয়েছেন তিন উইকেট।
এছাড়াও ভারতের হয়ে ভি পাটিল এবং এসএস মিশ্রা দুজনে একটি করে উইকেট তুলে নেন। মাত্র এই ১০৭ রানের টার্গেটেই হিমশিম খেয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক আকবর আলি। ৩৬ বলে ২৩ রান করেন তিনি।
ভারতের অধিনায়ক ধ্রুব ৫৭ বলে ৩৩ রান করেন। এছাড়া আট নম্বরে ব্যাট করতে নামা করণ লাল ৪৩ বলে ৩৭ রান করেন। বাংলাদেশের হয়ে মৃত্য়ুঞ্জয় চৌধুরি ও শামিম হোসেন তিন উইকেট করে পেয়েছেন। বাকি দু’টি উইকেট তানজিম হাসান শাকিব ও শাহিন আলমের। ভারতের দুই ব্য়াটসম্য়ান রান আউট হয়েছেন।