Wednesday, November 19, 2025
খেলা

প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১ রানে পরাজিত করল ভারত

সিডনি: টি-২০ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারালো টিম ইন্ডিয়া। প্রথম ব্যাট করতে নেমে ভারত ১৬১ রান করে। টিম ইন্ডিয়ার দেওয়া ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫০ রানেই থেমে গেল অজিদের ইনিংস। ফলে ভারত ১১ রানে ম্যাচ জিতে যায়।

এদিন টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস হেরে যান কোহলি। টস জিতে অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ককে। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬১ রান করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। অজি বোলারদের মধ্যে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন হেনরিকস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডার্সি শট এবং অ্যারন ফিঞ্চ প্রথম উইকেটে ৫৬ রান যোগ করেন। কিন্তু এরপরই অজি শিবিরে প্রথম ধাক্কাটি দেন যুজবেন্দ্র চাহাল। ফিঞ্চকে ৩৫‌ রানে আউট করেন চাহাল। দুরন্ত ক্যাচও ধরেন মনীশ পাণ্ডে।

এরপর স্মিথকেও ১২ রানে ফেরান‌ চাহাল। ম্যাক্সওয়েল ‌২ রানে এবং ডার্সি শটকে ৩৪ রানে আউট করে‌ন নটরাজন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি অজিরা। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫০ রানে থামে তাঁদের ইনিংস। ২৫ রান দিয়ে ৩ উইকেট পান চাহাল।

সংক্ষীপ্ত স্কোর:

ভারত:‌ ২০ ওভারে ১৬১/‌৭ (‌রাহুল ৫১, হেনরিকস ৩/‌২২)‌
অস্ট্রেলিয়া:‌ ২০ ওভারে ১৫০/‌৭ (‌ফিঞ্চ ৩৫, ৩/‌২৫)‌
ফলাফল: ভারত ১১ রানে জয়ী।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।