শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল ভারত
ইন্দোর: গুয়াহাটিতে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হেলায় হারিয়ে টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ১৫ বল বাকি থাকতেই ছক্কা হাঁকিয়ে অনায়াসে ম্যাচ জিতে নেন বিরাট।
এদিন ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স ছিল কোহলিদের। অন্যদিকে, ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করে শ্রীলঙ্কা।
ভারতীয় বোলারদের দাপটে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন কুশল পেরেরা। বাকিরা অসহায় আত্মসমর্পণ করেন। শার্দূল একাই নেন তিন উইকেট।
Walk in the park for India. They chase down Sri Lanka’s 142 with 7 wickets and 15 balls to sparehttps://t.co/CSN5nLy6iy#INDvSL
— Cricbuzz (@cricbuzz) January 7, 2020
১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুরন্ত খেলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান করেন ৩২ রান এবং ৪৫ রান করে আউট হন রাহুল। শ্রেয়াস আইয়ার ৩৪ রান করেন।
অধিনায়ক বিরাট কোহলি ১৭ বলে ৩০ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন। মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলির টিম ইন্ডিয়া। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-২০তে দ্রুততম ১০০০ রান করলেন কোহলি। বল হাতে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নবদীপ সাইনি।