মহাষ্টমীতে প্রোটিয়া বধ ভারতের, ২০৩ রানে প্রথম টেস্ট জয় টিম ইন্ডিয়ার
বিশাখাপত্তনম: দুরন্ত জয় ভারতের। প্রত্যাশা মতোই শেষ হল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় ইনিংসে ৩৯৫ রানের লক্ষ্যে নেমে শেষ দিন ১৯১ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বল হাতে রেকর্ড করলেন রবিচন্দ্রন অশ্বিন। সেনুরাম মুথুস্বামী ৪৯ রান করে অপরাজিত থাকলেন। ন’নম্বর পজিশনে ব্যাট করতে নেমে ৫৬ রান করলেন ডেন পিট। ২০৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
পঞ্চম দিনের শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপটে একের পর এক উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম দিন প্রথমে আউট হন তেম্বা বাভুমা (০)। এর পর কোনও ব্যাটসম্যানই ক্রিজে টিকতে পারেননি। থিউনিস ডে ব্রুয়েন ১০, ফাফ দুপ্লেসি ১৩, কুইন্টন ডে কক ০, ভার্নন ফিলান্ডার ০, কেশব মহারাজ ০ রান করে ফিরে যান প্যাভেলিয়নে।
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৫ উইকেট নেন মহম্মদ শামি। ৪ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে মায়াঙ্ক আগরওয়ালের দ্বিশত, দুই ইনিংসে রোহিত শর্মার শতরান দিয়ে শুরু। অশ্বিনের ৮, জাদেজার ৬ ও মহম্মদ শামির ৫ উইকেটের সৌজন্যে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০৩ রানের বড় জয় পেল ভারত। একই সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।