Monday, June 16, 2025
Latestখেলা

প্রজাতন্ত্র দিবসে দ্বিতীয় টি-২০তে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত

অকল্যান্ড: নিউজিল্যান্ডের করা ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল ভারত। কিউইদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এদিন বল হাতে শামি-বুমরা-জাদেজা আগুন ঝড়ান, তেমনই ব্যাট হাতে ঝড় তোলেন লোকেশ-শ্রেয়সরা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট ধরে পাঁচ উইকেট হারিয়ে ১৩২ রান করে নিউজিল্যান্ড। ভারতের হয়ে ২টি উইকেট নিয়েছেন জাদেজা। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে জাদেজা আউট করেন কেন উইলিয়ামসন ও কলিন গ্র্যান্ডহোমকে। মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা ১টি করে উইকেট নিয়েছেন।


জবাবে মাত্র তিন উইকেট হারিয়েই ১৭ ওভার ৩ বলেই ম্যাচ পকেটে পুড়ে নেয় টিম ইন্ডিয়া।  এদিনও হাফসেঞ্চুরি করেন কেএল রাহুল। ৪৭ বলে ৫৪ রানের ইনিংসে খেলেন তিনি। কোহলি ১২ বলে ১১ রান করে আউট হন।

রাহুল-শ্রেয়স আইয়ার তৃতীয় উইকেটে ৮৬ রান করেন। ৩৩ বলে ৪৪ করে আউট হয়ে যান শ্রেয়স আইয়ার। শিবম দুবে ৪ বলে ৮ রান করেন। ছক্কা মেরে ম্যাচ জেতান তিনিই। ফলে দুই ওভার তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ফলে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে পরপর দুটি ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে গেল ভারত।