নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল ভারত
অকল্যান্ড: কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল ভারত। এক ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। শুক্রবার টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।
শুরুতেই বিধ্বংসী ব্যাটিং শুরু করেন মার্টিন গাপটিল ও কলিন মুনরো। গাপটিল মাত্র ১৯ বলে ৩০ রান করেন। ৫৯ রান করে আউট হন কলিন মুনরো। অন্যদিকে, অধিনায়ক কেন উইলিয়ামসন ২৬ বলে করেন ৫১ রান। ২৭ বলে ৫৪ রান করেন রস টেলর। যার দাপটে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ২০৩ রান তোলে নিউজিল্যান্ড।
ভারতের হয়ে যশপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহল, শিবম দুবে এবং রবীন্দ্র জাডেজা প্রত্যেকেই একটি করে উইকেট তুলে নেন। তবে মহম্মদ শামি এদিন কোনও উইকেট পাননি।
২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মাত্র ৭ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। ২৭ বলে কে এল রাহুল ৫৬ রান করেন। কোহলি ৪৫ রান করেই আউট হয়ে যান। শ্রেয়াস আইয়ার ২৯ বল খেলে ৫৮ রান করেন। শেষ পর্যন্ত নট আউট থাকেন তিনি। ৯ বলে ১৩ রান করে আউট হন শিবম দুবে। মণীশ পাণ্ডে ১২ বলে ১৪ রান করেন। যার সুবাদে ম্যাচের এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ২০৪ রান তুলে নেয় টিম ইন্ডিয়া।