Thursday, June 19, 2025
Latestখেলা

মহিলা টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারাল ভারতের মেয়েরা

পার্থ: শুক্রবার অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলা টি২০ বিশ্বকাপ শুরু করেছিল ভারতের মেয়েরা। এবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারাল ভারতের মেয়েরা। বোলারদের দাপটে এদিন ম্যাচ জিতল ভারতের মহিলা ব্রিগেড।

সোমবার গ্রুপ এ-র দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় হরমনপ্রীতরা। এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত করে ১৪২ রান। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ১২৪ রানে। যার ফলে ১৮ রানে ম্যাচ জিতে নেয় ভারত।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার তানিয়া ভাটিয়া মাত্র ২ রান করেই আউট হয়ে যান। এরপর আরেক ওপেনার শেফালি ভার্মা ও তিন নম্বরে নামা জেমিমা রডরিগেজ ভারতের ব্যাটিংকে এগিয়ে নিয়ে যান। ভারতের হয়ে সর্বোচ্চ ব্যাক্তিগত রান আসে শেফালির ব্যাট থেকেই। ১৭ বলে ৩৯ রান করেন শেফালি এবং ৩৪ রান করেন জেমিমা। এর পর আর কেউই বড় রান করতে পারেননি।


ব্যাট হাতে এদিন ব্যর্থ অধিনায়ক হরমনপ্রীত কাউর। ৮ রানে আউট হন তিনি। ১১ রান করে রান আউট হয়ে যান দীপ্তি শর্মা। রিচা ঘোষ করেন ১৪ রান। ২০ রানে ভেদা কৃষ্ণমূর্তি ও সাত রানে শিখা পাণ্ড্যে অপরাজিত থাকেন।

১৪৩ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১২৪ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন নিগার সুলতানা। ভারতের হয়ে তিনটি উইকেট তুলে নেন পুনম যাদব। দু’টি করে উইকেট পান শিখা পাণ্ড্যে ও অরুন্ধতি রেড্ডি। একটি উইকেট পান রাজেশ্বরী রেড্ডি।