Saturday, October 5, 2024
খেলা

অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় ভারতের

অ্যাডিলেড: বোলারদের ভেলকিতে ৩১ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাডিলেড টেস্টে পঞ্চম দিনে ঐতিহাসিক জয় পেল ভারত। ৫ম দিনের খেলার শুরুতেই গত ইনিংসে অস্ট্রেলিয়ার দলের পক্ষে সর্বাধিক রান সংগ্রহকারী ট্রাভিস হেডকে আউট করেন ইশান্ত শর্মা।

চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল চার উইকেটে ১০৪ রান। ৫ম দিনের খেলার শুরুতেই আঘাত হানেন ইশান্ত শর্মা। ১৪ রান করে ফিরে যান ট্র্যাভিস হেড। এরইমধ্যে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শন মার্শ। তাঁর কাঁধে ভর দিয়েই ১৫০ রানের গণ্ডি পেরোয় টিম ইন্ডিয়া।

৭২.১ ওভারে উইকেট তুলে নেন বুমরা। ৬০ রান করে মার্শ যখন আউট হন, তখন অজিদের সংগ্রহ ৬ উইকেটে ১৫৬। মধ্যহ্নভোজের বিরতির পর দ্বিতীয় ওভারেই বুমরা ফিরিয়ে দেন টিম পেইনকে। পুল করতে গিয়ে ঋষভ প্যান্টের হাতে ধরা পড়েন তিনি।

এরপর সামির বলে ড্রাইভ করতে গিয়ে পন্থের হাতে ধরা পড়েন স্টার্ক (২৮)। একই টেস্টে ১১টি ক্যাচ ধরে বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেন পন্থ। এরপর বুমরার বলে প্রথম স্লিপে বিরাটকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন কামিনস(২৮)। এরপর হ্যাজেলউডকে আউট করেন অশ্বিন। যার ফলে ৪ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলো টিম ইন্ডিয়া।