Monday, November 17, 2025
খেলা

তৃতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারাল ভারত

সিডনি: সিরিজের তৃতীয় ম্যাচটি জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচলো টিম ইন্ডিয়া। আগেই প্রথম দু’টি ম্যাচে হেরে ওয়ানডে সিরিজ খুইয়েছিল ভারত। এই অবস্থায় ক্যানবেরায় সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩ রানের ব্যবধানে হারাল টিম ইন্ডিয়া।

এদিন টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০২ রান করে ভারত। জবাবে ২৮৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৩ রানে জয় পায় ভারত।

জয়ের জন্য ৩০৩ রান তাড়া করতে নেমে ১২৩ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৫৮ রানে ৫ উইকেট হারায় তাঁরা। সেখান থেকে অজিদের ম্যাচে ফেরান ম্যাক্সওয়েল। ৩৮ বলে ৫৯ রান করে আউট হয়ে যান তিনি।

শেষ ২০ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৫২ রান। জয়ের জন্য শেষ ২ ওভারে দরকার ছিল ২১ রান। ৪৮ ওভারে ৯ উইকেট হারিয়ে অজিরা করে ২৮২ রান। জয়ের জন্য শেষ ওভারে তাঁদের প্রয়োজন ছিল ১৫ রান। বুমরাহর বলে জাম্পা এলবিডব্লিউ হলে ৪৯.৩ ওভারে ২৮৯ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।