Saturday, February 8, 2025
রাজ্য​

ফসল থেকে গবাদিপশু পর্যন্ত চুরি: শুকদেবপুরে বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম্য, কাঁটাতারের দাবি স্থানীয়দের 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মালদার শুকদেবপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। চলতি জানুয়ারি মাসে এই অঞ্চলে বাংলাদেশি দুষ্কৃতীদের অভিযোগে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ উঠেছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা শুধু ফসলই নয়, গরু-ছাগলের মতো গবাদি পশুও চুরি করে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয়রা সীমান্তে স্থায়ী কাঁটাতার বসানোর দাবি জানিয়েছেন, যাতে বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশ রোধ করা যায়।

শুকদেবপুরের বাসিন্দারা জানান, বাংলাদেশি দুষ্কৃতীরা নিয়মিতভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে ফসল কেটে নিয়ে যায়। এছাড়াও গবাদি পশু চুরির ঘটনাও বেড়েছে। স্থানীয় শিবলাল মণ্ডল বলেন, “বাংলাদেশের দুষ্কৃতীরা প্রতিদিন ফসল, গম, গরু, ছাগল চুরি করে নিয়ে যায়। আমরা চাই সীমান্তে কাঁটাতার বসুক, যাতে তারা আর অনুপ্রবেশ করতে না পারে।”

সীমান্তে শান্তি বজায় রাখতে গত ২২ জানুয়ারি ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির মধ্যে বৈঠক হয়। তবে সেই বৈঠকের পরেও বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমেনি। স্থানীয়রা অভিযোগ করেছেন, বিজিবি সিঙ্গল ফেন্সিংয়ের কাজেও বাধা দিচ্ছে। শুকদেবপুরের বাসিন্দা ক্ষুদিরাম মণ্ডল বলেন, “ওরা আমাদের ফসলের ক্ষতি করছে। আমরা বিএসএফ-এর সঙ্গে রাত জেগে পাহারা দিচ্ছি।”

 

এদিকে, সীমান্তে কাঁটাতার বসানোর কাজেও বাধার মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় ভূখণ্ডের ৬০ গজ ভিতরে কাঁটাতার বসানোর সময় বিজিবি বাধা দিয়েছে। এই ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। 

গত নভেম্বরে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও বাংলাদেশের পক্ষ থেকে তা এক মাস পিছিয়ে দেওয়া হয়। এখন দিল্লিতে দ্বিবার্ষিক মহাপরিচালক পর্যায়ের বৈঠক আয়োজনের কথা রয়েছে, তবে তার তারিখ এখনও স্থির হয়নি। 

এই পরিস্থিতিতে শুকদেবপুরের মানুষ বিএসএফ-এর সঙ্গে একজোট হয়ে সীমান্ত পাহারা দিচ্ছেন। স্থানীয়রা আশা করছেন, দ্রুত সীমান্তে স্থায়ী কাঁটাতার বসানো হলে তাদের ফসল ও গবাদি পশু রক্ষা করা সম্ভব হবে।