Thursday, September 19, 2024
দেশ

পাকিস্তান আর্মির প্রশাসনিক হেডকোয়ার্টারে হামলা চালাল ভারত (ভিডিও)

শ্রীনগর: সার্জিক্যাল স্ট্রাইকের দু’বছর পর এবার পাকিস্তানের আর্মির প্রশাসনিক হেডকোয়ার্টারে হামলা চালাল ভারত। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা সংলগ্ন সীমান্তের ওপারে লাইন অফ কন্ট্রোল (LoC) বরাবর পাকিস্তান সেনাবাহিনীর প্রশাসনিক সদর দপ্তরে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী।

সূত্রের খবর, ২৩ অক্টোবর পুঞ্চ ও ঝালাসে পাকিস্তানের তরফে মর্টার ছোড়া হলে আর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। ভারতীয় জওয়ানদের পক্ষ থেকে হামলা চালানোর পরপরই পুঞ্চের আশপাশের গ্রাম থেকে বাসিন্দারা ধোঁয়া বের হতে দেখেন।

জানা গিয়েছে, পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করে এপারের জনবসতি লক্ষ্য করে হামলা চালায়। কিন্তু, ভারত তা কখনও করে না। ভারতীয় সেনাবাহিনী কখনও সীমান্তের ওপারে থাকা পাকিস্তানের শহর হাজিরা, নিকিয়াল ও সামানির জনবসতি লক্ষ্য করে গুলি বা মর্টার ছোড়ে না।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের উরি এবং নাগরোটা উরি হামলার প্রতিবাদে ২০১৬ সালের সেপ্টেম্বরে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে সীমান্তপারের জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ভারতীয় সীমান্তের আশেপাশে থাকা সমস্ত জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে দিয়ে আসে সেনাবাহিনী। সেই হামলায় বহু জঙ্গি মারা যায়। সম্প্রতি সেই হামলার ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনা। আর তার ঠিক দু’বছর পর ফের সীমান্তের ওপারে থাকা তাদের সেনা হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালানো হল।