Saturday, June 21, 2025
Latestখেলা

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত

পোচেস্ট্রুম: ৮৮ বল বাকি থাকতে কোনও উইকেট না হারিয়েই হাসতে হাসতে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারত। ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৮ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল ‘মেন ইন ব্লু’-র ছোটরা। ভারতীয় ওপেনিং জুটির সামনে রীতিমতো পর্যুদস্ত হতে হল পাক বোলারদের। ১০৫ রানে অপরাজিত থাকেন যশস্বী জয়সওয়াল এবং ৫৯ রানে অপরাজিত থাকেন দিব্যাংশ সাক্সেনা।

এদনে রহাই-ভোল্টেজ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৩.১ ওভারে ১৭২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জেতার জন্য ভারতের সামনে ১৭৩ রানের টার্গেট রাখে। ওপেনার হায়দার আলি ৫৬ রান করেন এবং পাক অধিনায়ক রোহেইল নাজির ৬২ রান করেন।


ভারতের হয়ে মিশ্র ৩টি উইকেট পান। ২টি করে উইকেট পেয়েছেন সুশান্ত শর্মা ও রবি বিশনোই। যশস্বী জয়সওয়াল হায়দারের উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ১৭২ (৪৩.১ ওভার)
ভারত অনূর্ধ্ব-১৯: ১৭৬/০ (৩৫.২ ওভার)

ফলাফল: ১০ উইকেটে জিতে ফাইনালে ভারত