Sunday, March 16, 2025
দেশ

ভারত ও রাশিয়ার মধ্যে ২৫টি মউ স্বাক্ষরিত

ভ্লাদিভস্তক: দু’দিনের সফরে রাশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড় শিল্পের ক্ষেত্রে ভারত রাশিয়া জোটের মাধ্যমে দুই দেশের সম্পর্ক দৃঢ় করাই এই সফরের মূল উদ্দেশ্য। সফরের প্রথম দিন দু’দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন মোদী ও পুতিন। এদিন ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ২৫টি মউ স্বাক্ষরিত হয়। এর মধ্যে অন্যতম দু’দেশ মিলিতভাবে AK 203 রাইফেল তৈরি করবে।

সঙ্গী পুতিনকে নিয়ে বুধবার রাশিয়ার জাহাজ নির্মাণ শিল্পের নির্মীয়মান কমপ্লেক্স ঘুরে দেখেন মোদী। এদিন একসঙ্গে ছোট জাহাজে চড়ে ভেজদা জাহাজ নির্মাণ কমপ্লেক্সে যান দুই রাষ্ট্রনেতা। তারপর একসঙ্গে ভেজদার জাহাজ নির্মাণ শিল্প ঘুরেও দেখেন তাঁরা।

মোদী বলেন, রাশিয়া ভারতের বহুদিনের  বন্ধু ও বিশ্বাসযোগ্য সঙ্গী। ভারতের সঙ্গে জোট শক্তিশালী করার জন্য রাশিয়া বরাবরই হাত বাড়িয়ে দিয়েছে।

বন্ধু পুতিনের উদ্দেশে মোদী বলেন, ফোন করেও আমি বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছি, কখনই ইতস্তত বোধ করিনি।