Tuesday, June 24, 2025
Latestদেশ

ভারত একটি ‘হিন্দু রাষ্ট্র’: বিজেপি সাংসদ

নয়াদিল্লি: ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ বলে উল্লেখ করলেন বিজেপি সাংসদ রবি কিষাণ। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র পেয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিল নিয়ে বলতে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন ভোজপুরি সিনেমার এই অভিনেতা।

নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পেশ করার জন্য ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বিল পাস হলে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা যাবে। এই বিলের তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা। তাঁদের দাবি, এই বিলটি দেশের ‘ধর্মনিরপেক্ষ’ নীতি লঙ্ঘনকারী। বিল থেকে মুসলিমদের বাদ দেওযা হয়েছে, সেই জন্য এটি সংবিধানের সাম্যতাকেও লঙঘন করছে বলে অভিযোগ বিরোধীদের।

অভিনেতা-সাংসদ রবি কিষাণ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ভারতে হিন্দু জনসংখ্যা ১০০ কোটি। ফলে ভারত অবশ্যই হিন্দু রাষ্ট্র। পৃথিবীতে অনেক মুসলিম ও খ্রিস্টান দেশ রয়েছে। আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য ভারত নামে আমাদের একটা দেশ আছে। বিজেপি সাংসদের প্রশ্ন, যদি মুসলিম ও খ্রিস্টান রাষ্ট্র থাকতে পারে, তাহলে হিন্দু রাষ্ট্র কেন হবে না ?


উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এই বিজেপি সাংসদ বলেন, বিরোধী দলগুলি নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ‘পাগল’ হয়ে গিয়েছে।কংগ্রেসের মতো বিরোধী দলগুলির অভিযোগ, এই বিলের মাধ্যমে মুসলিমদের টার্গেট করা হয়েছে।

সংসদে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, আমার মতেে, বিলটি প্রাথমিকভাবে অসাংবিধানিক কারণ, বিলে ভারতের মূল ধারণাকে লঙ্ঘিত করেছে। যাঁরা মনে করেন, যারা মনে করে, ধর্মই জাতীয় পরিচয়ের ভিত্তি হবে, তারা পাকিস্তানের ধারণাকেই পুষ্ট করছে, তারাই পাকিস্তান তৈরি করেছে।