Sunday, December 3, 2023
দেশ

ভারতের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসাবে বিপুল ভোটে জয়ী হলেন রামনাথ কোবিন্দ। তিনি মোট ভোটের ৬৫ শতাংশ পেয়েছেন। ৭,০২,০৪৪ টি ভোট পেয়েছেন।এবং বিরোধী প্রার্থী মীরা কুমার পেয়েছেন মাত্র ৩৫ শতাংশ ভোট। ৩,৬৭,৩১৪ টি ভোট। রামনাথ পেয়েছেন ৫৫২ সাংসদের ভোট এবং মীরা পেয়েছেন ২২৫ সাংসদের ভোট। আগামী ২৫ জুলাই রামনাথ কোবিন্দ শপথ গ্রহন করবেন।